বান্দরবানে আবার বেড়েছে করোনার প্রকোপ।গেল ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২৩জন। নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান সদরে ১৯জন এবং ৪জন লামা উপজেলার বাসিন্দা।এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ৪শত ৫৫জন আর করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪জন জেলায় মৃত্যুবরণ করেছে।বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান,বান্দরবানে এই পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮জনের আর নমুনা রিপোর্ট পাওয়া গেছে ১৩হাজার ২৫১জনের আর ১৯ জানুয়ারী পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২হাজার ৪শত ৫৫জন।সিভিল সার্জন আরো জানান,গত ২৪ ঘণ্টায় নতুন পজিটিভ হয়েছে ২৩জন এদের মধ্যে সদরে ১৯,লামা উপজেলায় ৪জন রোগী সনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৮.৯৩%।বর্তমানে জেলায় রোগী আছে সর্বমোট ৭৯জন এর মধ্যে সদরে ৭০জন,আলীকদম ২জন,নাইক্ষ্যংছড়িতে ২জন ও লামা উপজেলায় ৫জন।