বান্দরবানে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


প্রকাশের সময় :২২ নভেম্বর, ২০২২ ৮:০২ : অপরাহ্ণ 150 Views

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।সোমবার (২১ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড.প্রকাশ কান্তি চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম,পিপিএম,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সিভিল সার্জন ডা.নিহার রঞ্জন নন্দী,স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড.শেখ ছাদেক।অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার (সার্বিক) ড.প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বর্তমান সরকার এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কারণে দেশের মানুষের আর্থিক সমৃদ্ধি বাড়ছে।প্রধানমন্ত্রীর কারণেই দেশের ডিজিটাল ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে।সমাপনী অনুষ্ঠান শেষে অতিথিরা ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে নিজস্ব উদ্ভাবিত উদ্ভাবন নিয়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভালো ফলাফল অর্জন করা প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।এবারের মেলায় ৬৬টি স্টলে সরকারি-বেসরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান এর অংশগ্রহণ ছিল।এবারের মেলায় অংশগ্রহণ করে বান্দরবান বন বিভাগ, পাসোপোর্ট কার্যালয়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপস্থাপিত উদ্ভাবন গুলো সাধারণ মানুষের নজর কেড়েছে।প্রতিষ্ঠানগুলো তাদের সেবা কার্যক্রম এর স্বীকৃতি পেয়েছে সম্মাননা স্মারক।উল্লেখ্য,২০ নভেম্বর বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে অফিস চত্বরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।সেদিন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এই উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2023
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!