

বান্দরবান অফিসঃ-বান্দরবানে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৩০ টিরও বেশি স্টল অংশ নিয়েছে। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মফিদুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম,সিভিল সার্জন ডা.অংশৈ প্রু,সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক থানজামা লুসাইসহ আরো অনেকে।মেলা শুরুর পর থেকেই প্রচুর দর্শনাথী মেলা প্রাঙ্গণে ভিড় করে।মেলায় এবার জেলা পাসপোর্ট অফিস থেকে ডিজিটাল পর্যায়ে বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের মাঝে পাসপোর্ট সরবরাহ করা হয়।এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র, জেলা প্রশাসনের আইসিটি বিভাগের কর্মকাণ্ডসহ বিভিন্ন স্টল দেখতে লোকজন ভিড় করেন।