

বিশ্ব পর্যটন দিবস ২০২০ উপলক্ষে বান্দরবান জেলার পর্যটনকে শিল্পকে জনপ্রিয় করে তুলতে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ফটোগ্রাফি প্রতিযোগিতা। ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের আয়োজনে এই ফটোগ্রাফি প্রতিযোগিতা শুরু হয় গত সেপ্টেম্বর মাসে,আর প্রতিযোগিতার জন্য বান্দরবানের ‘জীবন ও জীবিকা’ এবং ‘প্রকৃতি ও পরিবেশ’ দু’টি বিভাগে ফটো আহবান করা হয়। প্রায় চার শতাধিক ছবি থেকে জুরি বোর্ডের সদস্যরা ৫০টি ছবিকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করেন, এর মধ্য থেকে দুই বিভাগে ৩টি করে ৬টি ছবি এবং ১টি বিশেষ ছবি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। এদিকে ৭অক্টোবর (বুধবার) সকালে বান্দরবানের পর্যটন মোটেলের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ট্যুরিস্ট পুলিশের হিলট্র্যাক্ট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন। এসময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন এর ইনচার্জ মোঃ আমিনুল হক, বান্দরবান পর্যটন মোটেলের ম্যানেজার আলোক বিকাশ চাকমাসহ ট্যুরিস্ট পুলিশ এর সদস্য এবং বান্দরবানের বিভিন্ন উপজেলার চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ৭ জন বিজয়ীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। আগামীতে ও বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন কর্মসচুী হাতে নেওয়ার কথা জানান ট্যুরিস্ট পুলিশ।