বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধসঃ ২ উপজেলায় আহত ৬


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২৩ ৬:০৮ : অপরাহ্ণ 248 Views

কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবান পৌর এলাকার বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।রোববার (৬ আগস্ট) দুপুরে বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ড এর কালাঘাটা বীর বাহাদুর নগর পাহাড় ধস ঘটে।এতে রুমি আক্তার (২৮) নামে এক নারী গুরুতর আহত হন।এর পরপরই ৬নং ওয়ার্ড স্টেডিয়াম এলাকায় ফের পাহাড় ধসের আরেকটি ঘটনা ঘটে।এতে মো.রিদুয়ান (১৯) নামে আর এক যুবক আহত হন।

পাহাড় ধসের ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের পাহাড়ের মাটি সরিয়ে উদ্ধার করে এবং সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।বান্দরবানের সিভিল সার্জন ডা.মাহবুবুর রহমান পাহাড় ধসে আহত দুজনকে দেখতে ছুটে যান হাসপাতালে এবং তাদের শারীরিক অবস্থার খোজ নেন।প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসকদের নিদের্শনা দেন।এসময় ডেপুটি সিভিল সার্জন ডা.এম এম নয়ন সালাউদ্দিন,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা.ইশতিয়াকুর রহমান,সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার সা সুই চিং মারমাসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ ৪ জন আহত হয়েছেন।জানা যায়,বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড করিমার ঝিরিতে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা পার্শ্ববর্তী বাইশারী বাজারে চিকিৎসা সেবা দেয়া হয়।আহতরা হলেন রোকসানা (২৪),তার মেয়ে আনিকা (৮),জেসমিন (৬),শাহাজালাল (দেড় বছর)।এর মধ্যে রোকসানা বেগমের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।এছাড়াও রোয়াংছড়ি উপজেলাস্থ ছাইঙ্গা পাড়া এলাকায় পাহাড় ধসে দুইটি বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রসঙ্গত,গত কয়েকদিন ধরে বান্দরবানে প্রবল বৃষ্টি হচ্ছে। যে কারণে বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে।অন্যদিকে পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং চালাচ্ছে প্রশাসন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!