

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন নবগঠিত পরিষদের চেয়ারম্যান হিসাবে অধ্যাপক থানজামা লুসাই এবং ১৪ জন সদস্য অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদেরকে পরিষদের অন্যান্য বিভাগের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ্সহ ন্যাস্ত বিভাগের প্রতিনিধি,সাংবাদিক ও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।জানা যায়,২৪ জুলাই বিপ্লব’র পর ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিগ্রস্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও তার পরিষদের সদস্যরা পালিয়ে যায়।পরে অন্তর্বর্তীকালীন সরকার জেল পরিষদ বিলুপ্ত করে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে চেয়ারম্যান ও ১৪ জন সদস্য নিযুক্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করেন।