শিরোনাম: জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করছে সরকার বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতিতে অনিয়ম থাকলে খতিয়ে দেখবে জেলা প্রশাসন সরকারি শিশু পরিবারে নিবাসীদের অভিবাবক সমাবেশ,পিঠা উৎসব ও বার্ষিক পুরষ্কার বিতরন অনুষ্ঠিত রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান এলপি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদঃ ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেইঃ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন লুম্বিনী লিমিটেড এর মানবিক সিদ্ধান্তে শীতবস্ত্র পাচ্ছে পাহাড়ের শীতার্তরা

বান্দরবানে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল


বান্দরবান অফিস প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০১৯ ৭:৩৪ : অপরাহ্ণ 829 Views

বান্দরবান থেকে ৬ষ্ট বারের মতো নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।আজ সোমবার (৭ জানুয়ারী) বিকেল ৪ টায় এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ,জেলা ছাত্রলীগ সহসভাপতি আশিষ বড়ুয়া,নাজমুল হোসেন বাবলু এবং বান্দরবান জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল এর নেতৃত্বে বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে বান্দরবান জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে বান্দরবান জেলা ছাত্রলীগ,বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ,সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।স্বাগত মিছিলে অংশ নিয়ে বান্দরবান জেলা ছাত্রলীগ সভাপতি কাওসার সোহাগ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জানান,একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে,আগামী প্রজন্মকে পাহাড়ের জনপদে নিরাপদ রাখতে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নবান্ধব সরকারের যে প্রয়াস তাঁরই অংশ হিসেবে পার্বত্য অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান বীর বাহাদুর উশৈসিং এমপি কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে।প্রিয় নেতাকে পূর্ণ মন্ত্রী করায় পার্বত্য চট্টগ্রামবাসী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ দৃশ্যমান রয়েছে তারই অংশ হিসেবেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা বীর বাহাদুর উশৈসিং এমপি কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।অভিজ্ঞ এবং মেধাবী এই নেতা তার উদ্ভাবনী মেধা ও মননের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম কে উন্নয়ন এবং সমৃদ্ধির আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বান্দরবান জেলা ছাত্রলীগ গভীরভাবে বিশ্বাস করে।এদিকে মিছিল শেষে ছাত্রলীগ নেতাকর্মীরা মিষ্টিমুখ করে তাদের প্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং এমপিকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেচ্ছা ও শুভকামনা জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর