এই মাত্র পাওয়া :

বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২২ ২:৪৮ : পূর্বাহ্ণ 442 Views

বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশসহ বান্দরবানের ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তা,উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বান্দরবানের বিগত মাসের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য পেশ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় তিনি সম সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,পর্যটন শহর বান্দরবানকে সাজাতে নতুনভাবে পরিকল্পনা নেয়া হচ্ছে,পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং দর্শনীয় স্থানগুলোকে আগামীতে আরো আধুনিকায়ন করা হবে।

এসময় মন্ত্রী আরো বলেন,পর্যটন নগরী বান্দরবানে পর্যটকরা এসে যাতে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে সেই জন্য মহাসড়ক সহ অভ্যন্তরীন সড়ক গুলোর উন্নয়ন কাজ চলমান রয়েছে।বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আগামীতে পার্বত্য এলাকার পর্যটন ক্ষেত্রে ব্যাঁপক সাফল্য পরিলক্ষিত হবে।এসময় তিনি আরো বলেন,আগামীতে পর্যটনখাতে আরো এগিয়ে যাবে বান্দরবান আর বান্দরবানের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে এর পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে।মন্ত্রী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করেছেন আর তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আর্দশে বাংলাদেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!