শিরোনাম: এলপি গ্যাস সিলিন্ডার অবৈধ মজুদঃ ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেইঃ জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন লুম্বিনী লিমিটেড এর মানবিক সিদ্ধান্তে শীতবস্ত্র পাচ্ছে পাহাড়ের শীতার্তরা “সুপার ক্যারাভান-ভোটের গাড়ি” কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত নরিয়েগা,সাদ্দাম,গাদ্দাফি ও মাদুরো: রাজনীতির রক্তাক্ত অধ্যায়ে আজ মিত্র কাল শত্রু নিষিদ্ধ ঘোষিত হাইড্রলিক হর্ণ ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পাহাড়ে শহীদ জিয়া স্মরণে ফুটবল টুর্নামেন্টঃ চিম্বুক পাড়া যুব উন্নয়ন সমিতি চ্যাম্পিয়ন

বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৪ আগস্ট, ২০২২ ৮:২৬ : অপরাহ্ণ 408 Views

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,কোনো কাজ জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন মন্ত্রী-এমপি বা মেয়র এর একার পক্ষে পরিপূর্ণ করা সম্ভব নয়।সবাইকে সমন্বিতভাবে সমস্যা সমাধানের জন্য কাজ করতে হবে।

তাহলে খুব সহজে সমস্যার সমাধান সম্ভব।করোনা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।এ সময় তিনি জেলায় উন্নয়ন কাজের অসংগতিগুলোর দিকে নজর দেয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।বান্দরবান এর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যকালে এসব কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর।

রবিবার (১৪ আগস্ট) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় আইন শৃঙ্কলা উন্নয়ন,শহরের যানজট নিরসন,মোবাইল কোর্ট পরিচালনা,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ,বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লক্ষী পদ দাশসহ সাত উপজেলার ইউএনও,উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর