বান্দরবানে জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৩ : পূর্বাহ্ণ 120 Views

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বান্দরবান কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হয়।পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল এর সঞ্চালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার সভাপতি আমির এস এম আব্দুস সালাম আজাদ।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার সহসভাপতি নায়েবি আমির এডভোকেট আবুল কালাম,বান্দরবান সদর উপজেলার সভাপতি এড.সোলাইমান,পৌরসভার সভাপতি হারুনুর রশিদ, জেলা শিবিরে সভাপতি কলিম উল্লাহসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন,পতিত অবৈধ স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে সব কার্যক্রম অবৈধ।এই অবৈধ সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ১৩ বছরেরও অধিক সময় ধরে কারাগারে আটক আছেন।তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

বক্তারা বলেন,দেশবাসী আশা করেছিল যে,চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন।কিন্তু অন্তববর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এখনো মুক্তি দেওয়া হয়নি।দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান।অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূন:রায় একই স্থানে এসে শেষ হয়।মিছিলে জামায়াতে ইসলামীর কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!