

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“সাবধানে চালাবো গাড়ি,নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের প্রাঙ্গন হতে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।র্যালীতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন সরকারী বেসরকারী কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মো:মফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ভুইয়া মাহবুব হাসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার,বিআরটিএর মোটরযান পরিদর্শক মো:ফাহাদ সিকদারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে,সমন্বিতভাবে,পরিকল্পিতভাবে যানজটের বিরুদ্ধে,দুর্ঘটনার বিরুদ্ধে রাস্তার ও পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে।পথচারী ও মোটরসাইকেলের দুর্ঘটনা বাড়ছে।এবিষয়ে আরও সচেতন হতে হবে।এসময় তিনি জেলার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করে আরও বলেন, “নিরাপদ সড়কের জন্য জনপ্রতিনিধিরা যেন তাঁদের নিজ নিজ এলাকায় সড়ক দুর্ঘটনা নিয়ে প্রচারণা চালান।শুধু এক দিনের জন্য এ দিবস নয়।আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আসুন আমাদের যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করি”।সভায় বক্তারা সকলকে নিরাপদে গাড়ী চালাতে আহবান জানান এবং দুর্ঘটনা রোধে সড়কের বাধ্যতামূলক,সতর্কতামুলক ও সতর্কিকরণ চিহ্ন মেনে গাড়ী চালানোর আহবানও রাখেন।