বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১০ মার্চ, ২০২৫ ৪:০৪ : অপরাহ্ণ 118 Views

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি-বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।দিবসটি উপলক্ষে সোমবার (১০ ই মার্চ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস,এম মনজুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব,এনডিসি আসিফ রায়হান এসময় উপস্থিত ছিলেন।সভায় বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ের প্রতিনিধি,ফায়ার সার্ভিসের পদস্থ কর্মকর্তা,এনজিও প্রতিনিধি এবং যুব রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, দুর্যোগের পূর্বে যতটা প্রস্তুতি গ্রহণ করা যায় এবং সচেতন থাকা যায়,দুর্যোগ পরবর্তী সময় অথবা দুর্যোগ চলাকালীন সময়ে ঠিক ততটাই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।যেকারনে সচেতনতা বাড়াতে এবারের প্রতিপাদ্যে দুর্যোগের পুর্বাভাস এবং প্রস্তুতির বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে।সভায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম তুলে ধরা হয়।এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।ফায়ার সার্ভিস,যুব রেডক্রিসেন্ট সদস্যরা মহড়ায় অংশগ্রহন করে।মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন সময় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!