বান্দরবানে চ্যানেল আইয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


প্রকাশের সময় :১ অক্টোবর, ২০১৭ ৮:২৭ : অপরাহ্ণ 756 Views

মোহাম্মদ আলী (বান্দরবান জেলা প্রতিনিধি):-বান্দরবানে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্যে দিয়ে চ্যানেল আই ১৯ বছরে পর্দাপন বর্ষপূর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেস ক্লাব এ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান প্রেস ক্লাবে সাবেক সভাপতি বাদশা মিঞা মাস্টার,চ্যানেল আই দর্শক ফোরাম সভাপতি ও মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব ইসলাম কোম্পানী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ।এতে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।এছাড়াও অনুষ্ঠানে বান্দরবানের সিনিয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী,এনামুল হক কাশেমী,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,বুদ্ধ জ্যোতি চাকমা।প্রধান অতিথি বলেন,বর্তমানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া পুর্বের চেয়ে আরও অনেক বেশী,শক্তিশালী,বর্তামনে ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে মুহুর্তের মধ্যে সংবাদ প্রকাশ করছে,যার ফলে যে কোন ঘটনা ঘটার সাথে সাথে তা দেশের জনগণ তা দেখতে পারছে,পাশাপাশি প্রিন্ট মিডিয়াতে ঘটনার পূনাঙ্গ বিবরন দিয়ে সংবাদ প্রকাশ করছে এতে পাঠক গন পূর্ন ঘঠনার বিবরণ পাচ্ছে,আমি চাই এই প্রেস ক্লাবে একটি আধুরনিক মানের লাইব্রেরী গঠন করা হউক,এই লাইব্রেরী গঠন করতে আমার সার্বিক সহযোগিতা থাকবে।আমি আশা করি বান্দরবান থেকে ভাল মানের সাংবাদিক তৈরী হবে,যারা আগামীতে দেমে ও দেশের বাইরে পরিচিতি লাভ করবে,যার ফলে বান্দরবানের সুনাম সব দিকে ছড়িয়ে পড়বে।বক্তারা চ্যানেল আই এর উত্তর উত্তর উন্নতী কামনা করেন।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চ্যানেল আই বান্দরবান প্রতিনিধি মোঃইসমাইল,এনটিভির বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার,আর টিভির বান্দরবান প্রতিনিধি শাফায়েত হোসেন,এশিয়ান টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নূরুল কবির,দৈনিক স্বাধীন ভাষা বান্দরবান জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী,মাছরাঙ্গা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক দাশ,মোহনা টেলিভিশন বান্দরবান জেলা প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন,বিজয় টিভির জেলা প্রতিনিধি রিমন পালিতসহ বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!