বান্দরবানে কোটি টাকার হেরোইনসহ আটক ২


সিএইচটি টাইমস অনলাইন প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০১৯ ৮:০৯ : অপরাহ্ণ 673 Views

বান্দরবান জেলা শহরের হোটেল হিলবার্ড এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ১ কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মংসাও মারমা ও পাইনসা চিং মার্মা।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে,আজ রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ক্রেতা সেজে জেলা শহরের হোটেল হিলবার্ড এলাকায় অবস্থান নেয়।এসময় মংসাও মারমা ও পাইনসা চিং মার্মা হেরোইন বিক্রি করতে আসলে তাদের আটক করে র‌্যাব।এসময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।যার বাজার মূল্য ১ কোটি টাকা।আটক মাদক কারবারীরা জেলার কোন এলাকার বাসিন্দা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হেরোইন পাচার করে আসছিল।এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো।

এই ব্যাপারে চট্টগ্রাম র‌্যাব-৭ এর মেজর শামীম বলেন,বান্দরবান শহরের হিলবার্ড তথা শেখ মুজিব সড়কের ধনেশ পাখি চত্বরে সন্ধ্যায় র‌্যাবের ১৬ সদস্যের একটি দল অভিযান চালিয়ে হেরোইনসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য,বান্দরবান পার্বত্য জেলায় র‌্যাব বিভিন্ন সময় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে একে-৪৭সহ ভারি অস্ত্র উদ্ধার করলেও এবার কোটি টাকার হেরোইন উদ্ধার করে আলোচনায় আসলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!