বান্দরবানে এলজিইডি এর আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২৩ ৩:৫১ : অপরাহ্ণ 451 Views

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,বান্দরবান কার্যালয় এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।মঙ্গলবার (১৫ই আগস্ট) প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন,শোক কে শক্তিতে পরিনত করে দেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর আদর্শ কে বুকে ধারন করে দেশের সার্বিক উন্নয়নে আমাদের কাজগুলো এগিয়ে নিতে হবে।জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে লালিত স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠন করা তা আজ বাস্তবে রুপ লাভ করেছে।উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে যার যতটুকু অবস্থান ততটুকু জায়গা থেকে কাজ করে যেতে হবে।

এদিন ১৫ই আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শাহাদাত বরন করা সকল শহীদদের স্মরনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এসময় নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, সিনিয়র সহকারী প্রকৌশলী মো.জামাল উদ্দিন,সহকারী প্রকৌশলী বিপ্লব বিশ্বাস,সহকারী প্রকৌশলী জয় সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!