বান্দরবানে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সারাদেশে ন্যায় বান্দরবানে টানা তিন বছর পর এই প্রথম কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।বান্দরবান পৌরসভার তথ্যানুযায়ী,মঙ্গলবার (৩মে) সকালে ৮ টায় বান্দরবান সদর থানা পুলিশ মাঠে ১ম ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং ২য় ঈদের জামাতটি একই স্থানে সকাল ৯ টায় শুরু হবে কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দানে।বান্দরবান শহরে বসবাসরত ৭ হাজার মুসল্লি এই ঈদের জামাতে অংশ নিবেন বলে ধারণা করা হচ্ছে।তবে প্রাকৃতিক আবাহাওয়ার কারনে বৃষ্টি হলে ভিন্ন প্রস্তুতির কথাও জানিয়েছেন ঈদ জামাত প্রস্তুতি কমিটি।জানা গেছে,এবার ঈদেরর জামাতে পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড ও ৬টি উপজেলায় স্ব –স্ব এলাকায় উপজেলা পর্যায়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।জানা গেছে,শহর কেন্দ্রিক কেচিং ঘাটা হতে পোষ্ট অফিস,হাফেজঘোনা কেন্দ্রীয় মসজিদ ও বালাঘাটা কেন্দ্রীয় মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এদিকে ঈদের জামাতে কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দানে পরিদর্শনে আসেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বান্দরবান ব্রিগেডিয়ার জেনারেল মো,জিয়াউল হক (এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি),জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,বিএ-৬০৫৪ লেফটেন্যান্ট কর্নেল মুকিম উদ্দিন পিএসসি (ডেট কমান্ডার এএসইউ) বান্দরবান, বিএ-৬৬৫২ লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি (জোন কমান্ডার ৫ ইবি),স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অশোক কুমার পাল (পিপিএম-সেবা),নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান, রিজিয়নের জিটুআই ক্যাপ্টেন নাইম পারভেজ, পৌরসভা মেয়র ইসলাম বেবীসহ এসময় উপস্থিত ছিলেন।ঈদ জামাত ঘিরে সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে।