

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-“দুর্যোগ সহনীয় আবাস গড়ি,নিরাপদে বাস করি” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রী ও সুশীল সমাজের নেতৃবৃন্ধরা অংশ নেয়।পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মো:শফিকুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা শারমীন আক্তার,রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারী এ কে এম জাহাঙ্গীরসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।আলোচনায় বক্তারা বলেন,দুর্যোগ মোকাবেলার অন্যতম পূর্বশর্ত হলো দুর্যোগ সম্বন্ধে পূর্ব ধারণা থাকা। এসময় বক্তারা পার্বত্য এলাকাকে দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ জানিয়ে এর হাত থেকে পরিত্রাণ পেতে সঠিক নিয়মে পার্বত্য এলাকায় ঘর বাড়ি নির্মাণ ও সকলকে এই বিষয়ে সচেতন থাকার আহবান জানান।