বান্দরবানের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব সংস্থার সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে জেলা প্রশাসনঃ ডিসি শাহ্ মোজাহিদ উদ্দিন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২৩ ৯:০৩ : অপরাহ্ণ 119 Views

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারনে বান্দরবান জেলা সদর সহ কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে।ইতিমধ্যে জেলা সদর সহ উপজেলার নিম্নাঞ্চল গুলো বন্যার পাবিতে প্লাবিত হয়েছে বন্যা কবলিত হয়েছে প্রায় তিন লক্ষ মানুষ।
বন্যায় কবলিত জনসাধারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ২০৭ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।এবং সংশ্লিষ্ট উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্টদের এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে মঙ্গলবার ৮ই আগস্ট সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর সাথে বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় সাধনের জন্য জরুরী বৈঠক করেছে ৬৯ ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি, এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.ফজলুর রহমান,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা সহ জেলা প্রশাসন ও সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।এ সময় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান জেলা প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে সেনাবাহিনীর পক্ষ হতে।

এছাড়াও বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরা ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এবং জেলা ও উপজেলার আশ্রয়কেন্দ্র গুলোতে খাদ্য,বিশুদ্ধ খাবার পানি,ঔষধ,চিকিৎসা সহায়তায় সহযোগিতা প্রদান করবে বাংলাদেশ সেনাবাহিনী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!