এই মাত্র পাওয়া :

বান্দরবানের পর্যটনে যুক্ত হলো ব্র্যান্ডিং বান্দরবান এবং মাতৃছায়া


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২২ ৮:০৪ : অপরাহ্ণ 1011 Views

বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত পর্যটনকেন্দ্র নীলাচলে ব্র্যান্ডিং বান্দরবান এবং মেঘলায় মাতৃছায়া নামে নারীদের জন্য একটি ব্রেস্ট ফিডিং কর্নার ও নামাজের ঘরের উদ্বোধন করা হয়েছে।রবিবার (৯ জানুয়ারী) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ব্র্যান্ডিং বান্দরবান স্টল এবং মাতৃছায়ার উদ্বোধন করেন।নতুন এই ব্র্যান্ডিং বান্দরবান স্টলে বান্দরবানের ১২টি জাতি গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির পাশাপাশি জীবনধারনে ব্যবহারযোগ্য বিভিন্ন আসবাবপত্র সংরক্ষণ এবং বিক্রি করা হবে।উদ্বোধন অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.সাইফুর রহমানসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্র্যান্ডিং বান্দরবান ও মাতৃছায়া’র উদ্বোধন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, বান্দরবান পার্বত্য জেলার কৃষ্টি ও ঐতিহ্য খুবই সমৃদ্ধ।বান্দরবান এখন পর্যটনক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে বান্দরবান জেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমনে স্বাছন্দ্য আনতে প্রতিদিনই বিকাশমান পর্যটনকে ভিন্ন মাত্রা দিতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে।এসময় তিনি আরো বলেন,ব্র্যান্ডিং বান্দরবান সৃষ্টির ফলে এই এলাকায় ভ্রমনে আসা পর্যটকরা ক্ষুদ্র নৃগোষ্টিদের জীবনধারণ সর্ম্পকে জানতে পারবে।ব্র্যান্ডিং বান্দরবান এবং মাতৃছায়া নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,ব্র্যান্ডিং বান্দরবান তৈরির পেছনে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছিলাম।প্রথমত,বান্দরবানের অনেক উদ্যোক্তা বিভিন্ন পণ্য তৈরি করে সেগুলো বাজারজাত করার জন্য কোনো মাধ্যম পান না।জেলা প্রশাসনের তত্বাবধানে উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে নীলাচলে আগত পর্যটকদের নিকট বিক্রি করার ব্যবস্থা করা হবে।দ্বিতীয়ত,বিক্রয়কেন্দ্রে একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো,পর্যটকবৃন্দ বান্দরবানের কৃষ্টি ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারবেন।এই জেলার বৈচিত্রময় সংস্কৃতি সম্পর্কে আরও বেশি জানার সুযোগ সৃষ্টি হবে।উল্লেখ্য,জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রের মাতৃছায়া নামে নারীদের জন্য নির্মিত ব্রেস্ট ফিডিং কর্নারের প্রবেশ মুখেই স্থাপন করা হয়েছে একটি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ভাষ্কর্য যেখানে একজন মা পরম যত্নে তাঁর শিশুকে জড়িয়ে রাখার একটি ভাবগাম্ভীর্যপূর্ন মাতৃস্নেহের আবহ তুলে ধরা হয়েছে।এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নীলাচল এবং মেঘলা পর্যটন কেন্দ্রের তদারকি কর্মকর্তা মো.কায়েসুর রহমান বলেন,মেঘলা পর্যটন কমপ্লেক্সে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার ও নামাজের স্থান “মাতৃছায়া” নির্মাণ করা হয়েছে।পাবলিক প্লেসে দুগ্ধপানকারী শিশুকে নিয়ে অনেক মায়েরাই আসেন।শিশুকে দুগ্ধ পান করাতে মায়েরা যেনো বিব্রত না হোন সেদিকে লক্ষ্য রেখে মাননীয় জেলা প্রশাসকের সার্বিক পরিকল্পনা ও দিকনির্দেশনায় এই কাজটি করা হয়।পাশাপাশি মায়েরা এই স্থানটিতে নামাজ আদায় করতে পারবেন এবং বিশ্রাম নিতে পারবেন।এদিকে বান্দরবান জেলা প্রশাসনের এমন ব্যাতিক্রমী উদ্যোগ কে স্বাগত জানিয়েছে বান্দরবানে আগত নানা শ্রেনী পেশার পর্যটকরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!