বর্ণিল আয়োজনে পালিত হলো ভিক্টরি টাইগার্স (৫-ইবি) এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০২৪ ৬:১০ : অপরাহ্ণ 58 Views

বর্ণিল ও নানা আয়োজনে ভিক্টরী টাইগার্স (৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।মঙ্গলবার (২২ অক্টোবর) সেনা জোন এর ইউনিট প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান,এএফডব্লিউসি,পিএসসি।এসময় রিজিয়ন কমান্ডার মো.মেহেদী হাসান প্রধান অতিথির বক্তব্যকালে,ভিক্টরি টাইগার্স এর পদস্থ কর্মকর্তা ও সকল সদস্য কে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিন্দন জ্ঞাপন করেন।তিনি বলেন,দেশ মাতৃকার সেবায় নিষ্ঠার সাথে বহুবছর ধরে অত্র ইউনিট একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।এসময় তিনি,ভিক্টরি টাইগার্স এর আত্মত্যাগ এবং সাফল্যের তালিকা অনেক দীর্ঘ উল্লেখ করে রিজিয়ন কমান্ডার ইউনিট এর সাহসী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।তিনি অত্র এলাকায় দায়িত্ব পালনকালে ভিক্টরি টাইগার্স এর শাহাদাৎ বরনকারী সেনা সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের বিরত্বকে শ্রদ্ধার সাথে স্বরন করেন।এসময় তিনি উল্লেখ করেন,পার্বত্য চট্রগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্যে একটাই তা হলো সার্বভৌমত্ব কে রক্ষা করা এবং সাধারন জনাসাধারন এর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা।এই লক্ষ্যে পুরনে যারা দীর্ঘকাল ধরে বাংলাদেশ সেনাবাহিনী কে সহযোগিতা এবং সহায়তা করে যাচ্ছেন তাদের সকলের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।ভিক্টরি টাইগার্স অধিনায়ক ও বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ভিক্টরী টাইগার্স (৫-ইবি) এর ইতিহাস,ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারন করা হয়।পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দীন,পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওসার,বান্দরবান রিজিয়নের জিএসও-২ মেজর মো.শায়েখ উজ জামান,সেনা জোন এর উপঅধিনায়ক মেজর মিঞা মো.মেহেদী হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিজিবি,জেলা প্রশাসন,পুলিশ,আনসারসহ সকল সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেদ।জোন সুত্র জানায় দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ৫ ইস্ট বেঙ্গল এর অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা।একইদিন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!