বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৪ আগস্ট, ২০২৩ ৩:২৪ : অপরাহ্ণ 362 Views

বান্দরবানে জেলা প্রশাসন ও বনবিভাগ এর যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে রঙবেরঙের বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এর আগে “গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।বান্দরবান বন বিভাগ এর বিভাগীয় বনকর্মকর্তা হক মাহবুব মোর্শেদ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় আলোচনা সভা।এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।গাছপালা মানুষের জীবন বাচান।বৃক্ষ হলো মানবজাতির পরমবন্ধু।গাছ শুধুমাত্র আমাদের অক্সিজেনই দেয়না,ঘুর্ণিঝড়, তুফান’সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করছে।তাই সকলের প্রতি আহবান জানাই বেশি বেশি গাছ লাগাতে হবে।প্রয়োজনে একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান, বিভাগীয় বনকর্মকর্তা (পাল্পউড) মাহমুদুল হাসান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.শাহ নেওয়াজ প্রমুখ।সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ এবং অর্কিডের ৪৫টি স্টল স্থান পেয়েছে।মেলায় স্টল খোলা থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত।বৃক্ষরোপন অভিযান উপলক্ষ্যে উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামুল্যে চারা বিতরণ করা হচ্ছে এবং মেলাচলাকালীন ২য় দিনে উপস্থিত বক্তব্য,৩য় দিন কুইজ প্রতিযোগিতা,৪র্থ দিন ডকুমেন্টরী প্রদর্শনী,৫ম দিন বির্তক প্রতিযোগিতা,৬ষ্ট দিন চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম,দ্বিতীয় ও ততৃীয় স্থানকারীকে সমাপনী দিনে পুরস্কার হিসেবে মেডেল, সার্টিফিকেট এবং চারা প্রদান করার কথা জানিয়েছে বান্দবান বন বিভাগের সংশিষ্ট সুত্র।নানা আনুষ্ঠানিকতায় আগামী ১১ আগস্ট সপ্তাহ ব্যাপী এই বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!