এই মাত্র পাওয়া :

প্রবারনা পূর্নিমা ও কঠিন চীবর দান উপলক্ষে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মতবিনিময় ও শুভেচ্ছা উপহার বিতরন


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৪ ৭:৪৭ : অপরাহ্ণ 352 Views

মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারনা) ও কঠিন চীবর দান- ২০২৪ উপলক্ষে বান্দরবানের স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে।জেলা শহরের হিলভিউ হোটেল এর কনফারেন্স কক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) একটি অনাড়ম্বর আয়োজনে এই মতবিনিময় ও শুভেচ্ছা উপহার বিতরন অনুষ্ঠিত হয়।সংবাদকর্মী ও ক্রীড়া সংগঠক,বান্দরবান পার্বত্য জেলা লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় বান্দরবান প্রেসক্লাব সদস্য আবুল বাশার নয়ন,আন্তঃ ধর্মীয় বন্ধুসভা বান্দরবান জেলা এর সভাপতি উমেপ্রু,বান্দরবান প্রেসক্লাব সদস্য রিমন পালিত,ঢাকা পোস্ট এর বান্দরবান সংবাদদাতা মো.শহিদুল ইসলাম এবং স্থানীয় ক্রীড়া সংগঠক,খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত ফুটবল খেলোয়াড় হ্লাসিং মার্মা এর প্রয়াত আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।মতবিনিময়কালে সংবাদকর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল) শান্তি ও সম্প্রীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় খেলাধুলা কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সবাইকে একযোগে ক্রীড়ার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।তিনি আরও বলেন,বান্দরবান একটি সম্প্রীতির জেলা।এখানে সবাই মিলে মিশে একসাথে আমরা বসবাস করি।তাই এই প্রবারনা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে এই শুভেচ্ছা উপহার প্রদান করে তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।এসময় বান্দরবান জেলার প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম আয়োজিত অনুষ্ঠানে জেলা সদর ও উপজেলার ২০ জন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠককে এদিন প্রবারনা ও কঠিন চীবরদান উপলক্ষে শুভেচ্ছা উপহার হস্তান্তর করা হয়।এতে সার্বিক সহযোগিতা করে ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম।উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো ১৩ আইটেম এর শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী।ফুটবল,ক্রিকেট,উশু, কারাতে এবং বক্সিংসহ বিভিন্ন ইভেন্ট এর খেলোয়াড়দের মাঝে এই উপহার তুলে দেয়া হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর