এই মাত্র পাওয়া :

প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ত্রান কার্য (চাল) এর ডিও বিতরণ


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৪ অক্টোবর, ২০২২ ৮:২২ : অপরাহ্ণ 388 Views

আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)-২০২২ উদযাপন উপলক্ষ্যে ত্রান কার্য (চাল) এর ডিও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ অক্টোবর) উপজেলা প্রশাসন (সদর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ডা.শেখ মো.ছাদেক,উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী বীর বাহাদুর, বলেন পার্বত্য বান্দরবান সম্প্রীতির বান্দরবান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ সহ-অবস্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাবো।মন্ত্রী আরো বলেন প্রায় একই সময়ে শারদীয় দুর্গোৎসব চলছে,কয়েক দিন পর প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু হবে।

একই সাথে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।তাই প্রতিটি ধর্মানুসারীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের প্রতি যেনো কোনভাবেই অবমাননা না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।ধর্মীয় সংস্থা এর সংশ্লিষ্ট কমিটি গুলোতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি বীর এমন আহবান জানিয়ে বলেন,বান্দরবান জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য সেতু বন্ধন বিদ্যমান রয়েছে তা ধরে রাখতে হবে।

বৌদ্ধ সম্প্রদায়ের আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে এসময় বিভিন্ন বৌদ্ধ বিহারে ত্রাণকার্যের (চাল) ডিও বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলার ১৪০টি বৌদ্ধ বিহারে ৫শ কেজি করে চালের ডিও দেওয়া হয়।

উল্লেখ্য,প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান এর ৭টি উপজেলা এর ৪৮৪টি বৌদ্ধ মন্দিরে ৫০০ কেজি করে দুর্যোগ ব্যবস্থাপনা এর অনুকূলে সর্বমোট ২৪২ মেট্রিক টন চালের ডিও বিতরণ করা হচ্ছে।এতে বান্দরবান সদর উপজেলায় ১৪৪ মেট্রিক টন,রুমা উপজেলায় ৮৪ টন,থানছি ৫২ টন,লামা ৭৮ টন,আলীকদম ২৪ টন,নাইক্ষ্যংছড়ি ৫৩ মেঃটন চালের ডিও লেটার পাচ্ছে বৌদ্ধ মন্দিরগুলো।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর