প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই পার্বত্য চট্রগ্রাম জুড়ে আজকে এতো উন্নয়নঃ মন্ত্রী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৪ অক্টোবর, ২০২৩ ৪:৫২ : অপরাহ্ণ 312 Views

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা,স্বাস্থ্য যোগাযোগ,বিদ্যুৎ সহ সকল খাতে উন্নয়নের জোয়ার বইছে।যার সুফল ভোগ করছে স্থানীয় জনসাধারন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণেই আজকে পার্বত্য চট্রগ্রাম জুড়ে এতো উন্নয়ন সম্ভব হয়েছে।যা অতীতের কোনও সরকার করতে পারেনি।সরকার পাহাড়ে সাধারণ মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে।আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন এর ধারাবাহিকতা যেমন অব্যাহত থাকবে একইভাবে পার্বত্য চট্রগ্রামের উন্নয়নও তরান্বিত হবে।

বুধবার (৪ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলা সোনাইছড়ি ইউনিয়ন এর বটতলী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন,আজকে যেসব উন্নয়ন কাজের ভিত্তি দিলাম এসব কাজ শেষ হলে নাইক্ষ্যংছড়ির চেহারা বদলে যাবে।এর আগে নাইক্ষ্যংছড়িতে ১৭ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যায়ে ১৯ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।এসময় জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ,এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউল ইসলাম মজুমদার,জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াসির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক, সুশিল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!