এই মাত্র পাওয়া :

শিরোনাম: জেলা শহরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ জনকে জরিমানা করলো মোবাইল কোর্ট বান্দরবানে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত গভীর রাতে আগুনে বলিবাজারের অন্তত ১৩ দোকান আগুনে পুড়ে ছাই রেইচা সেনা চেকপোস্টে রোহিঙ্গা নারীসহ ভুয়া এনজিও কর্মী আটক বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারনা অভিযান হেডম্যান নুরুল হক এর শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন জেলা বিএনপি আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবান পৌরসভা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে কাজ করবোঃ অধ্যাপক থানজামা লুসাই

প্রতিভাবান সংস্কৃতি কর্মী রাকেশ এর জীবন বাঁচাতে এগিয়ে আসুন


প্রকাশের সময় :১২ জুলাই, ২০১৭ ১:৪২ : পূর্বাহ্ণ 1347 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের প্রতিভাবান সংস্কৃতি কর্মী,বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের ২০০০-২০০১ ব্যাচ এর কৃতি শিক্ষার্থী রাকেশ দাশ এর জীবন বাঁচাতে মাঠে নেমেছেন বান্দরবান এর সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের শিল্পী কলাকুশলী বৃন্দ।এবিষয়ে জানা যায় তরুণ উদীয়মান সঙ্গীত তারকা রাকেশ ২০১৫ সালে বান্দরবান জেলা শহরের সার্কিট হাউস রোড়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন।সড়ক দুর্ঘটনার মাত্রা এতোটাই তীব্র ছিলো যে একজন মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করে।মূুমর্ষ অবস্থাতে মাথায় প্রচন্ড আঘাত পাওয়া রাকেশ কে হাসাপাতাল নেয়া হয়।হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পরিপ্রেক্ষিতে সুস্থতাবোধ করলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়।হাসপাতাল থেকে বাসায় ফেরার ঠিক কিছুদিন পরই রাকেশ পুনরায় অসুস্থ হয়ে পড়ে এবং মাথায় প্রচন্ড ব্যাথা অনুভব করে।পরে ডাক্তারের শরনাপন্ন হলে ডাক্তার রাকেশ এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে ব্রেন ডেমেজ হওয়ার আশংকা জানিয়ে একমাসের জন্য কিছু ঔষুধ দেন।এর মধ্যেই রাকেশ এর আচার ব্যাবহারে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়।পরে দায়িত্বশীল চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা সেবা নেয়ার পরামর্শ প্রদান করেন।রাকেশ পরিবারে উপার্জনক্ষম মানুষ বলতে একজনই ছিলেন তাঁর মা।যিনি বান্দরবানের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।তাঁর বাবাও দীর্ঘদিন যাবৎ পঙ্গুত্ব বরণ করে অস্বাভাবিক জীবনযাপন করছেন এবং উপার্জন করার ক্ষমতা হারিয়েছেন।এদিকে দিনকে দিন রাকেশ এর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।অন্যদিকে তাঁর এই ব্যায়বহুল চিকিৎসা সেবা নিশ্চিত করার মতো আর্থিক পরিস্থিতি তাঁর পরিবারের একেবারে নেই চললেই বলে।এরইমধ্যে বান্দরবান জেলা শহরে বসবাসরত বিভিন্ন শ্রেনী পেশার একদল উদ্যোমী তরুণ তরুণী ও সংস্কৃতি অঙ্গনের শিল্পী ও কলাকুশলী বৃন্দ রাকেশ এর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে অর্থ সাহায্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করে।গতকাল মঙ্গলবার (১১ জুলাই) বান্দরবান জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রনেতা রাজেশ দাশ ও জেলা শহরের সিনিয়র সংস্কৃতি কর্মী ও বান্দরবান বেতারের সংবাদ পাঠিকা শিরিন খানমের নেতৃত্বে অর্থ সাহায্য সংগ্রহ করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বিভিন্ন বয়সের ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার একদল উদীয়মান তরুণ তরুণী।প্রথমদিনই এই অর্থ সাহায্য সংগ্রহ করার উদ্যোগ জেলা শহরজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেয়।উদ্যোক্তাদের অন্যতম নীতিনির্ধারকদের একজন সংস্কৃতি কর্মী ও বান্দরবান বেতারের সংবাদ পাঠিকা সিএইচটি টাইমস ডটকম কে জানান,অর্থ সংগ্রহের প্রথমদিনই ৪২ হাজার টাকা সংগ্রহ করা গেছে।বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এন.ডি.সি) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ চিকিৎসার জন্য অর্থ সাহায্য নেয়ার বাক্সগুলো সকল অর্থ সংগ্রাহকদের সামনে উন্মুক্ত করেন এবং উক্ত টাকা সিনিয়রদের হাতে হস্তান্তর করেন।অর্থ সংগ্রহের প্রথম দিন মূলত বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় ও বাজার এলাকা ঘিরে পরিচালিত হয়।রাকেশ এর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক নগদ ১০ হাজার টাকা আয়োজকদের হাতে তুলে দেন।এবিষয়ে উদ্যোক্তাদের অন্যতম রাজেস দাশ বলেন,রাকেশ এর উন্নত চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নেয়া হয়েছে।ইতিমধ্যে তাঁর চিকিৎসা নিতে ভারতে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।ডাক্তার জানিয়েছেন রাকেশ এর চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করতে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন।প্রাথমিকভাবে আমরা আড়াই লক্ষ টাকা সংগ্রহ করার চেষ্টা করছি।যখন যেখানেই যাচ্ছি আশানুরূপ সহায়তা পাচ্ছি।অনেকে প্রতিশ্রুতিও দিয়েছেন।গতকাল প্রথম জেলা প্রশাসন কার্যালয় ও কার্যালয় সংলগ্ন এলাকা শেষ করেছি।আজকে (বুধবার) বান্দরবান পৌরসভা ও বান্দরবান সদর উপজেলা পরিষদ কার্যালয় ও কার্যালয় সংলগ্ন এলাকায় অর্থ সাহায্য সংগ্রহ করার ইচ্ছা রয়েছে।আমরা সমাজের প্রতিটি বিত্তবান মানুষের কাছে রাকেশ কে বাঁচাতে অর্থ সাহায্য চাইতে যাবো এবং সকলকে অনুরোধ করবো তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সহায়তার হাত বাড়িয়ে দিতে।অর্থ সাহায্য সংগ্রহকালে এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ হিল্লোল দত্ত,গায়ক শহীদ,ছাত্রনেতা রেজাউল করীম,শিল্পী পঙ্কজ,বান্দরবান পৌর মেয়রের একান্ত সচিব আশুতোষ কুমার দে আশু,শিল্পী নাছির,সংবাদ কর্মী সাইফুল বাবলু,তরুণ ফুটবলার মনির,তরুণ ব্যাবসায়ী রিপন দাশ,বিশ্বজিৎ বাপ্পা প্রমুখ।রাকেশ এর চিকিৎসা তহবিল সংগ্রহের জন্য সোনালী ব্যাংকে একটি সঞ্জয়ী হিসাব নাম্বার খুলা হয়েছে।সাংস্কৃতিক কর্মীদের চিকিৎসা তহবিল সঞ্চয়ী হিসাব নং-১১০২৩০১০১৪৭৩০ সোনালী ব্যাংক,বান্দবান শাখা।এছাড়াও দুটি পারসোনাল বিকাশ নাম্বারে সার্বক্ষণিক টাকা পাঠানো যাবে।আপনারা চাইলে সেসব বিকাশ নাম্বারে সামর্থ্য অনুযায়ী টাকা পাঠাতে পারেন।বিকাশ নাম্বারগুলো হলো যথাক্রমেঃ-শিরিন খানম 01715271875 ও রাজেস দাশ 01923214774।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!