

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পাহাড়ে ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বান্দরবানের জেলা প্রশাসন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বান্দরবানের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে রোপণ করা হচ্ছে ১ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস,জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ও খাস জায়গায় এসব গাছের চারা রোপণ করা হবে।মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,পৌর মেয়র মো.ইসলাম বেবী,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ,বিভাগীয় বন কর্মকর্তা কাজী কামাল হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান,জলবায়ু পরিবর্তন মোকাবেলার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ধস ঠেকাতে সেইসাথে শহরের সৌন্দর্য বর্ধন ও দেশীয় ফলের চাহিদা পূরণের লক্ষ্যে ১ লাখ ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকীতে শোককে শক্তিতে রূপান্তরিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ।জেলা প্রশাসক জানান,এবার বর্ষায় অতি বৃষ্টিতে পাহাড় ধসে মারাত্মক ক্ষয়-ক্ষতি হয়েছে বান্দরবানে।বহু মানুষ মারা গেছে,ঘর-বাড়ি ও রাস্তাঘাটের ক্ষতি হয়েছে।পাহাড়ে গাছপালা না থাকার কারণে ভূমিধস বেশি হচ্ছে।এসব সমস্যা মোকাবেলায় বৃক্ষ রোপণের বিকল্প নেই।কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক।