

সরকারের আন্তরিকতায় দেশের সর্বত্র উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে,এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে।সোমবার (২৭ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমনটাই বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো.নুরুল আলম চৌধুরী,বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মোজ্জামেল হক বাহাদুর,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো.আব্দুল আজিজ,নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন,পার্বত্য অঞ্চলের জন্য সরকার নানা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং সে মোতাবেকই উন্নয়ন পরিকল্পনা গুলো বাস্তবায়ন করা হবে।