এই মাত্র পাওয়া :

পর্যটন কেন্দ্র প্রান্তিকলেকে নতুন মাত্রাঃ যুক্ত হলো ট্রি-টপ অ্যাডভেঞ্চার ও জিপ-লাইন ট্রলি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২৪ ১:০৯ : পূর্বাহ্ণ 364 Views

বান্দরবানের প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে নতুন সংযোজন করা হয়েছে ‘ট্রি-টপ অ্যাডভেঞ্চার ও জিপ-লাইন ট্রলি’।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রে নতুন সংযুক্তির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় তিনি বলেন,পর্যটন শিল্পের বিকাশে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে।ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে নেপাল থেকে আমদানি করা ট্রি-টপ অ্যাডভেঞ্চার, জিপ-লাইন ট্রলি (জিপলাইনার) এবং শিশুদের জন্য কিডস কর্নার সংযোজন করা হয়েছে।তিনি আরো বলেন,পিকনিক ও যেকোনো অনুষ্ঠানের জন্য প্রান্তিক লেক আদর্শ জায়গা।আমি আশা করবো প্রান্তিক লেক বান্দরবানের পর্যটনকে আরও সমৃদ্ধ করবে।স্থানীয়রা জানান,প্রান্তিক লেকে সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণপিপাসুরা।প্রতিদিন দূর-দূরান্তে থেকে বেড়াতে আসা ভ্রমণপিপাসুদের পদচারণয় মুখরিত হয়ে উঠে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রটি।সংশ্লিষ্টদের তথ্যমতে,পাহাড় আর অরণ্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় প্রান্তিক লেক ৬৫ একর এলাকাজুড়ে বিস্তৃত।২০১৩ সালে সরকার এই পর্যটন এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে।এখানে রয়েছে প্রায় ২৫ একর আয়তনের প্রাকৃতিক জলাশয় বা পাহাড়ি লেক।বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ভরপুর লেকের চারপাশ।রয়েছে উন্মুক্ত মঞ্চ,পিকনিক স্পট,বিশ্রামাগার,পর্যবেক্ষণ টাওয়ার,ট্রি-টপ অ্যাডভেঞ্চার,জিপ-লাইন ট্রলি (জিপলাইনার),কিডস কর্নার ও সৌরবিদ্যুৎ চালিত বোট।প্রশাসনের অনুমতি নিয়ে লেক থেকে ধরা যায় মাছ।এছাড়া রাতে তাঁবু টাঙিয়ে ক্যাম্পিংয়ের জন্য প্রান্তিক লেক আদর্শ জায়গা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!