![](https://www.chttimes.com/wp-content/uploads/2017/12/FB_IMG_1513438403934.jpg)
![](https://www.chttimes.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য জেলা বান্দরবানে ৪৬তম মহান বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস ২০১৭।শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।এরপর ভোরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।একই সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রশাসনের পক্ষ হতে স্থানীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।এছাড়া সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মার্চপাষ্ট, কুচকাওয়াজ,অভিবাদন গ্রহণ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয় বান্দরবান জেলা ষ্টেডিয়ামে।
এরপর জেলা ষ্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গকে সংবর্ধনা,মহিলা ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা,যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠিত হয়।এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মুফিদুল আলম প্রমুখ।এছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসব কর্মসূচিতে অংশ নেন।এদিকে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে বান্দরবান জেলা বিএনপির পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
বান্দরবান জেলা বিএনপির প্রভাবশালী সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর নেতৃত্বে বান্দরবান জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,মহিলাদল সহ বিভিন্ন অঙ্গসংগঠন এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এসময় স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র জাতিসত্তা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী দৌলত,জেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক আবু তাহের,জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলো,পৌর ছাত্রদল সাধারন সম্পাদক উমচিং সহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।