এই মাত্র পাওয়া :

নানা আয়োজনে বান্দরবানে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২২ ৩:১০ : অপরাহ্ণ 470 Views

“সুরক্ষিত বিশ্ব ও নিরাপদ স্বাস্থ্য” এই প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানেও নানা আয়োজনে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস।বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবস উপলক্ষ্যে বান্দরবানের সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।সিভিল সার্জন কার্যালয়ের ডা.মোহাম্মদ আলমগীর (এমও,ডিআরএস) এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার এম, এম, শাহ্ নেয়াজ,বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ভানু মারমা,সদর হাসপাতালের আরএমও ডা.জিয়াউল হায়দার,সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার সা সুই চিং মারমাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি,ডাক্তার,সিনিয়র স্বাস্থ্য কর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।স্বাস্থ্য দিবস উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা.থোয়াই অং চিং (ডিজিজ কন্ট্রোল)।আলোচনা সভায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,বান্দরবান জেলা পরিষদ বান্দরবানের স্বাস্থ্য বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে সব ধরনের দাপ্তরিক সহযোগিতা করে যাচ্ছে।জনসাধারণ যাতে সুন্দর এবং নিরাপদ চিকিৎসা সেবা পায় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে।একটি সুশৃঙ্খল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।এসময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোকে সক্রিয় রাখতে স্বাস্থ্য বিভাগের প্রতি আহবান জানান।এর আগে সকালে দিবস উপলক্ষে সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দীর নেতৃত্বে বান্দরবান সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‍্যালি প্রধান প্রধান সড়ক পদক্ষীণ শেষে সিভিল সার্জন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।উল্লেখ্য,এবছর বিশ্বস্বাস্থ্য সংস্থা দূষণ ও এ সংশ্লিষ্ট রোগ বালাই যেমন হৃদরোগ,হাঁপানি,ক্যান্সার ইত্যাদি হতে নিরাপদ ও সুরক্ষিত রাখার প্রত্যয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এবং কল্যাণকর একটি সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছে।স্বাস্থ্য বিভাগ তথ্যমতে, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশগত যে বিপর্যয় ঘটেছে তাতে সারা বিশ্বে প্রতি বছর ১.৩ কোটি মানুষ মারা যাচ্ছে। রাজনৈতিক,সামাজিক এবং অর্থনৈতিক নীতিমালা ও কর্মকান্ডের কারণে জলবায়ু অভিঘাত এবং স্বাস্থ্যঝুঁকি ব্যাপক হারে বাড়ছে।বিশ্বে প্রায় ৯০ শতাংশ মানুষ দূষিত বায়ু গ্রহণ করছে এবং এর ফলে হৃদরোগ,হাঁপানি এবং ফুসফুসের বিভিন্ন রোগের শিকার হচ্ছে।এদিকে বান্দরবানের বিভিন্ন উপজেলাগুলোতেও নানা আয়োজনে দিবসটি পালন করার খবর নিশ্চিত করেছে বান্দরবানের স্বাস্থ্য বিভাগ।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!