

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী তরুণ লালহিম বমকে চাকরি দিলেন বান্দরবান পার্র্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।এই দৃষ্টি প্রতিবন্ধীকে পরিষদের ইংরেজি প্রশিক্ষক হিসেবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়।বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইংরেজি ল্যাংগুয়েজ কোর্স চালুরও নির্দেশ দিয়েছেন তিনি।বৃহস্পতি ও শুক্রবার সপ্তাহে দুইদিন জেলা পরিষদ অফিসের একটি কক্ষে আগ্রহী শিক্ষার্থীদের ইংরেজি ভাষা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন লালহিম।এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করার জন্য পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছারকে নির্দেশ দেন চেয়ারম্যান।জানা যায়,বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে চেয়ারম্যানের সাথে দেখা করতে যান নীডি পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি (এনপিডিএস)-এর নির্বাহী পরিচালক লালহিম বম।জেলার দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা ব্যক্তিগতভাবে চেয়ারম্যানকে জানানোর সময় প্রতিবন্ধীবান্ধব কম্পিউটার এবং নানা প্রশিক্ষণ উপকরণ দেবার প্রতিশ্রুতি দেন তিনি।এ সময় লালহিমের ইংরেজি দক্ষতা কাজে লাগিয়ে স্থানীয় তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তাঁকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেবার মৌখিক নির্দেশ দেন চেয়ারম্যান ক্যশৈহ্লা।
লালহিম বম বান্দরবান সদরের মধ্যম পাড়ার বাসিন্দা। তিনি বান্দরবান জেলা পরিষদের সাবেক সদস্য টি.এস.বম এর বড় ছেলে।দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক কাজকর্ম করতে পারতেন না তিনি,তবে ইংরেজি ভাষার দক্ষতা থাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে প্রশিক্ষক হিসেবে কাজ করেন।লাল হিম জানান,জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিবন্ধীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।ইংরেজী ল্যাংগুয়েজ কোর্স চালু হলে তিনি তাঁর সর্বোচ্চ মেধা দিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার বিষয়ে কাজ করবেন।তিনি আরো বলেন,পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অত্যন্ত আন্তরিক,আমি সৌজন্য সাক্ষাত করতে গিয়ে চাকরি পেয়ে যাব তা কখন ও ভাবিনি।লাল হিম বম জেলা পরিষদের চেয়ারম্যানের এই মহানুভবতার জন্য চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা ও প্রকাশ করেন।