থানছিতে বাজার সেড উদ্ভোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন-(বীর বাহাদুর (উশৈসিং) এমপি)


প্রকাশের সময় :৩১ মে, ২০১৮ ১১:০৭ : অপরাহ্ণ 772 Views

চহ্লা (থানচি) বান্দরবানঃ-বান্দরবানে থানছিতে ম্যান পাওয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম(এমডিপি) ও থানচি উপজেলা অাওয়ালীগ এর উদ্যোগে থানছি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, বঙ্গবন্ধুর অসমাপ্ত অাত্মজীবনী,বেকার মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন,দুঃস্ত-গরিবদের মাঝে ঢেউটিন বিতরন,গাছের চারা রোপন,সাঙ্গু নদীতে মৎস্য পোনা অবমুক্তকরন,থানছি বাজার সেড ও মার্কেট ভিক্তিপ্রস্তর উদ্ভোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।থানছি উপজেলা আওয়ামীলি সভাপতি মংথোয়াইম্যা মারমা (রনি)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি জোন কমান্ডিং অফিসার হাবিবুল হাসান (পিএসসি),বান্দরবান জেলা এডিসি জেনারেল শফিউল অালম,বান্দরবানে এডিশনাল এসপি ইয়াসির অারাফাত,জেলা পরিষদে সদস্য ক্যসাপ্রু মারমা,লক্ষীপদ দাস,থোয়াইহ্লামং মারমা,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম,থানা ভারপ্রাপ্ত কর্কর্তা আব্দু সাত্তার ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান বকুলী মারমা প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃদ্বরা।বর্তমানে সরকার উন্নয়নে সরকার,বর্তমানে সরকার শিক্ষা অবকাঠামো থেকে শুরু করে রাস্তাঘাট সহ সব দিকে অগ্রদূর।৯২ সালে থানছি আর বর্তমানে থানছি কতটুকু উন্নয়ন সবকিছু বর্তমান সরকারে প্রধান জাতির পিতা কন্যা শেখ হাসিনা সরকারে অবদান। উপরোক্ত কথাগুলো বললেন উপস্থিত বক্তারা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!