শিরোনাম: সাংবাদিক এর উপর হামলায় গ্রেফতার ১ খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ শেষ মুহুর্তে ফাইনাল নিশ্চিত করলো ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ নাটকীয় জয় দিয়ে প্রথম ফাইনালিস্ট লোহাগাড়া যুব ফটবল একাদশ দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বান্দরবান জেলা আওয়ামী লীগ এর একক প্রার্থী বীর বাহাদুর উশৈসিং খেলোয়াড় সমিতি গোল্ডকাপঃ চমকে দিলো জিটিএল কালাঘাটা ফুটবল দল বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপিত বান্দরবানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত রিজিয়ন কমান্ডার

জেলা প্রশাসকের হুঁশিয়ারিঃ রোজায় নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২৩ ৮:৫৮ : অপরাহ্ণ 115 Views

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সাধারন জনসাধারনের নাগালের মধ্যে রাখতে রোজার দুইদিন আগে থেকে তৎপরতা শুরু করেছে প্রশাসন।এরই অংশ হিসেবে বান্দরবান বাজার সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।শনিবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবান শহরের কাচাবাজার,মাছ বাজার এবং ফলমূল ও গ্রোসারি পণ্যের দোকানগুলো পরিদর্শন করেন।এসময় তিনি বলেন,রোজায় নিত্যপণ্যের দাম নিয়ে কারসাজি করা যাবেনা।কারও কাছ থেকে পণ্যের দাম বেশি রাখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেন জেলা প্রশাসক।তিনি বলেন,দ্রব্যমূল্য নিয়ে কেউ যাতে কোনো প্রকার গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।এসময় ব্যবসায়ীদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেআ জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় দোকানিরা মূল্য তালিকা প্রদর্শন করছেন কিনা,ক্রয়-বিক্রয়ের ভাউচার মজুদ আছে কিনা এবং পণ্য সরবরাহ পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন জেলা প্রশাসক।পরিদর্শনকালে পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,পৌর মেয়র মো.ইসলাম বেবী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব বিশ্বাস,সদর থানা এর অফিসার ইনচার্জ এস এম শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে রমজানের শুরুতেই শুক্রবার (২৪ মার্চ) সারাদিন বান্দরবান সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর নির্দেশে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
June 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!