জেলা পরিষদ চেয়ারম্যান মনোনিত হলেন অধ্যাপক থানজামা লুসাই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ নভেম্বর, ২০২৪ ১:২৪ : অপরাহ্ণ 54 Views

অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান ও ১৪ জনকে সদস্য করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুন:গঠন করা হয়েছে। বৃহষ্পতিবার (৭ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়,বান্দরবান পার্বত্য জেলা পডরিষদ আইন,১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক(৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পুন:গঠন করা হয়।

পরিষদের অন্যান্য সদস্যরা হলেন রাজুময় তঞ্চঙ্গ্যা,ম্যা ম্যা নু, এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা,উম চিং মারমা,খামলাই ম্রো মং এ চিং চাক,ডা.সানাই প্রু ত্রিপুরা,লাল জারলম বম,নাংফ্রা খুমী, সাইফুল ইসলাম,মোহাম্মদ নাছির উদ্দিন,মুহাম্মদ আবুল কালাম, এ্যাডভোকেট মাধবী মার্মা,খুরশিদা ইসহাক।

উল্লেখ্য,বিগত ১০ ডিসেম্বর ২০২০ তারিখে গঠন করা হয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।গত ৫ আগস্ট সরকার পতনের পর জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ও সদস্যরা আত্মগোপনে চলে গেলে ভেঙ্গে যায় জেলা পরিষদ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!