জেলা পরিষদ চেয়ারম্যান ক‍্যশৈহ্লা এর নগদ অর্থ সহায়তা পেলেন দুই কৃতি খেলোয়াড়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ নভেম্বর, ২০২২ ১:৩৭ : পূর্বাহ্ণ 262 Views

বান্দরবানের কৃতি খেলোয়াড় প্রেন চ‍্যং ম্রো এবং জাসপার লালখম সাংকে বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।বান্দরবান পার্বত‍্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা বুধবার (২৩ নভেম্বর) দুপুরে তাঁর কক্ষে প্রেন চ‍্যং ম্রোকে ৫০ হাজার এবং জাসপার লালখম সাংকে ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন।এছাড়াও প্রেন চ‍্যং ম্রোকে শিক্ষা সহায়তা হিসেবে প্রতি মাসে ৪০০০ টাকা করে প্রদান করবেন বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান।

প্রেন চ‍্যং ম্রো পা দিয়ে এক মিনিটের সর্বোচ্চ ২০৮ বার ফুটবল ট‍্যাপ করে গিনিস ওয়ার্ল্ড বুকে তার নাম রেকর্ড করিয়েছেন।গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ গত ২ নভেম্বর ইমেইল প্রেন চ‍্যং ম্রোকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেন চ‍্যং ম্রো বান্দরবান সদর উপজেলার চার নম্বর সুয়ালক ইউনিয়নের লামার পাড়ার মৃত পিয়াং চ‍্য ম্রো এর পুত্র।তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্ট সায়েন্স বিভাগের ছাত্র।১৯৭ বার ফুটবল ট‍্যাপ করে এতদিন কুমিল্লার কনক কর্মকার এই রেকর্ডটি ধরে রেখেছিলেন।

এদিকে বান্দরবান জেলার রুমা উপজেলার বাসিন্দা জাসপার লালখম সাং মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগিতায় চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন।ঢাকার দুটি প্রতিষ্ঠানে তিনি প্রাথমিকভাবে মিক্সড মার্শাল আর্টের উপর প্রশিক্ষণ নেন এবং তার দক্ষতার কিছু ভিডিও ফুটেজ ওপেন এশিয়া চ্যাম্পিয়নশিপ নামে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভারতের আয়োজকদের কাছে পাঠান।এসব ভিডিও ফুটেজ দেখে এই প্রতিযোগিতার জন্য তাকে ভারতে আমন্ত্রণ জানানো হয়।২০২০ সালের মার্চ মাসে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তিনি ভারত, নেপাল,বাংলাদেশ ও আফগানিস্তানের খেলোয়াড়দের সাথে মার্শাল আর্টস প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেন।পরবর্তীতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০২২ সালের ২০ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।এই সময় ইংল‍্যান্ডের বিপক্ষে তিনি দুটি ম্যাচে অংশগ্রহণ করে প্রতিভার স্বাক্ষর রাখেন।বর্তমানে তিনি আমেরিকায় উন্নত প্রশিক্ষণের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এই কৃতি খেলোয়াড়ের যাবতীয় ব্যয়ভার বহন করবে বলে জেলা পরিষদ চেয়ারম্যান ক‍্যশৈহ্লা জানান।জাসপার লালখম সাং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাসের পর বর্তমানে আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা জানান,বান্দরবানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে।তারা একটু পৃষ্ঠপোষকতা পেলে দেশ-বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম।তিনি বলেন,বান্দরবান ক্রীড়াঙ্গনে অতি পরিচিত একটি নাম।সারাদেশে বান্দরবানের খেলোয়াড়দের সুনাম রয়েছে।জেলা পরিষদের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের সহায়তা অব্যাহত থাকবে বলে জেলা পরিষদের চেয়ারম্যান ক‍্যশৈহ্লা জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!