

জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বান্দরবানের স্থানীয় ক্রীড়া সংগঠকরা।বুধবার (২৮ নভেম্বর) চেয়ারম্যান এর অফিস কক্ষে এই শুভেচ্ছা জানানো হয়।এসময় ক্রীড়াকে এগিয়ে নিতে জেলা পরিষদ সব ধরনের সহযোগিতা করবে বলে জানান নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।ঐক্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে কার্যকরী ভূমিকা পালনেরও আহবান জানান।ক্রীড়া সংগঠক ও সংবাদকর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল),বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য ও বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির জ্যৈষ্ঠ সদস্য শহিদুর রহমান (সোহেল),দাবা সংগঠক রত্নজয় তঞ্চঙ্গ্যা,আন্তঃধর্মীয় বন্ধুসভা এর সভাপতি ও নারী ক্রীড়া সংগঠক উমেপ্রু প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।এবিষয়ে,ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,স্থানীয় খেলোয়াড়দের অগ্রাধিকারভিত্তিতে সুযোগ সুবিধা নিশ্চিতে জেলা পরিষদ চেয়ারম্যান এর হস্তক্ষেপ কামনা করেছি।জেলা পরিষদ এর উদ্যোগে ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি কনফারেন্স আয়োজন করার অনুরোধ জানানোর পাশাপাশি একটি বৈষম্যহীন গাইডলাইনের ভিত্তিতে জেলা পরিষদ বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিবে এমন প্রত্যাশার কথা তুলে ধরেছি।পাশাপাশি বান্দরবানের যেসব খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবানের সুনাম বয়ে আনছে তাদের জন্য কিছু করা যায় কিনা তা জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানাজামা লুসাই এর নজরে এনেছি।তিনি সার্বিকভাবে ইতিবাচক সকল ক্রীড়া উদ্যোগকে সহযোগিতা করবেন এমনটাই আমরা মনেপ্রানে বিশ্বাস করি।