জেলাবাসীকে আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর ঈদ শুভেচ্ছা


প্রকাশের সময় :১৬ জুন, ২০১৮ ১০:৩২ : পূর্বাহ্ণ 680 Views

সিএইচটি নিউজ ডেস্কঃ-দীর্ঘ এক মাসের সংযম সাধনা শেষে এসেছে আনন্দময় উৎসব “ঈদুল ফিতর”।বান্দরবান জেলা বিএনপির প্রভাবশালী সহসভাপতি আব্দুল কু্দ্দুছ চেয়ারম্যান সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন বার্তায় তিনি বলেন আজ সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন,সাম্য,সৌহার্দ্য,ভালোবাসা,মিলনের দিন পবিত্র ঈদুল ফিতর।ঈদ অঙ্গীকারেরও উৎসব।আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি,তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনটাই প্রত্যাশা।অন্যায়,অবিচার, ঘৃণা,বিদ্বেষ,হিংসা,জঙ্গীবাদ,সাম্প্রদায়িকতা,হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ।ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে,তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা।পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব পালন করছে।ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান।নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন।ঈদ শেষে সবাই আবার ফিরে নিজ কর্মস্থলে।তাই সবার জীবনে পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সমৃদ্ধি,ভালোবাসা ও প্রেম।সবাইকে ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে….
আব্দুল কু্দ্দুছ চেয়ারম্যান,সহসভাপতি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান ও চেয়ারম্যান,সদর উপজেলা পরিষদ বান্দরবান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!