

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আত্মহত্যা করতে গিয়ে গুরুতর আহত থানচি আওয়ামীলীগ নেতা উবামং মার্মাকে হাসপাতালে দেখতে গিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বান্দরবান সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থানচি উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি উবামং মারমাকে দেখতে যান পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন উবামং মার্মার শয্যা পাশে বসেন এবং হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে চিকিৎসাধীন এই উপজেলা আওয়ামী নেতার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।এসময় পার্বত্য প্রতিমন্ত্রী অসুস্থ উবামং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে বান্দরবান সদর হাসপাতাল কতৃপক্ষ কে দিকনির্দেশনা প্রদান করেন।এসময় পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পৌর মেয়র ইসলাম বেবী,বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃঅংশৈ প্রু চৌধুরী,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,পার্বত্য প্রতিমন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী,খলিলুর রহমান সোহাগ প্রমুখ।এদিকে হাসপাতালে প্রবেশ করতেই সিড়ি ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা ময়লা আবর্জনার স্তুপ দেখেই মারাত্মক ক্ষুব্ধ হয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী।নানারকম ময়লা আবর্জনার স্তুপ দেখে সদর হাসপাতালের সিভিল সার্জন এর প্রতি একপ্রকার বিরক্তি ছুড়ে দিয়ে হাসপাতালের এইরকম দুরবস্থার কারণ কি তা জানতে চান।তাৎক্ষণিক পার্বত্য প্রতিমন্ত্রী বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জনকে সকল পরিচ্ছন্নতা কর্মীকে ডেকে পাঠানোর নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নোংরা-ময়লা-আবর্জনার স্তুপ পরিষ্কার করার নির্দেশ প্রদান করেন।অন্যথায়,কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিঁয়ারি উচ্চারণ করেন মন্ত্রী বীর বাহাদুর।এবিষয়ে সিভিল সার্জন ডাঃঅংশৈ বলেন, হাসপাতাল নিয়মিত কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় সেইজন্য শনিবার সকালে অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সভা করা হবে।আগামী ৯০ দিনের মধ্যে বান্দরবান সদর হাসপাতালের চেহারা পাল্টে দেয়া হবে বলে এসময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।