এবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি এর শুভেচ্ছা উপহার পেলেন সফল চাষী তোও য়োও ম্রো


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :১৬ অক্টোবর, ২০২২ ৭:২০ : অপরাহ্ণ 182 Views

বাণিজ্যিক ভিত্তিতে একটি কৃষি খামার স্থাপনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২৬ এর ব্রোঞ্জ পদক প্রাপ্ত তোও য়োও ম্রো কে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে।রোববার (১৬ অক্টোবর) সফল কৃষকের হাতে চেক হস্তান্তর করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার (সদর) মো.ওমর ফারুকসহ কৃষি বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি বান্দরবান পার্বত্য জেলায় কৃষির উন্নয়নে তিনি (তোই ইয়োই ম্রো) যে দৃষ্টান্তমূলক ভূমিকা এবং উদাহরণ স্থাপন করেছেন তাঁর এই কার্যক্রম কে উৎসাহিত ও তরান্বিত করার লক্ষ্য নিয়ে তোয় য়োও ম্রোকে শুভেচ্ছা উপহার হিসেবে এই অর্থ পুরস্কার প্রদান করেন।এসময় সফল এই কৃষকের প্রশংসা করেন জেলা প্রশাসক এবং সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।

উল্লেখ্য,গত ৩ অক্টোবর এই কৃষকের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।প্রসঙ্গত, বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের বসন্ত পাড়ার বাসিন্দা তোও য়োও ম্রো ২০ একর জমিতে আম, পেয়ারা,শফেদা,কুল বরই,রাম্বুটান,লিচু,নারিকেল, আতা,শরিফা,মাল্টা,ড্রাগন ফলসহ বিভিন্ন ফল চাষ করে আর্থিকভাবে সফল হয়েছেন।এছাড়া তিনি স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা ও কাটিং বিতরণ করেছেন এবং ফলের জাত সম্প্রসারণে কাজ করছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!