একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করাই সরকার এর প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবানের শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন মন্ত্রী বীর বাহাদুর।
মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মাননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উদ্যোগ ও সিদ্ধান্ত এর কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন,একসময় বান্দরবানে মাত্র একটি সরকারি কলেজ ছিলো।বর্তমানে বান্দরবান এর প্রতিটি উপজেলায় কলেজ হয়েছে এবং শিক্ষা কার্যক্রম চলছে।তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর এই শিক্ষা বৃত্তি আমাদের মেধাবী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কে এগিয়ে ভুমিকা রাখবে।
শনিবার (৩ সেপ্টেম্বর) অরুণ সারকি টাউনহলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো.নুরুল আলম চৌধুরী,পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম-পিপিএম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য জসিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড.শেখ ছাদেক।এছাড়াও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো.আব্দুল আজিজ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবান এর সাত উপজেলা থেকে কলেজে অধ্যয়নরত ৩৩০ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৪০৩ জন শিক্ষার্থী কে ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
প্রসঙ্গত,প্রতিবছরের ন্যায় চলতি বছরও ৭৩৩ জন শিক্ষার্থী কে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষা বৃত্তি প্রদান করে।এতে সর্বমোট ৬৩ লক্ষ ৪০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।