এই মাত্র পাওয়া :

উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন পার্বত্য প্রতিমন্ত্রী


প্রকাশের সময় :১৯ জুলাই, ২০১৮ ১১:৫০ : অপরাহ্ণ 873 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বৃহস্পতিবার (১৯ জুলাই) বান্দরবানের লামায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ, কর্মজীবি মা-দের ভাতা ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
প্রতিমন্ত্রী সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নিয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন এবং বেলা ১১টা হতে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও ভাতা-ত্রাণ সামগ্রী বিতরণ করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লামা পৌরসভার হতে ১৪ টি প্রতিষ্ঠানে সোলার, ৬৩ জনকে ঢেউটিন প্রদান, মৎস্য দপ্তর হতে ৩ জনকে সেরা মৎস্যজীবিকে পুরস্কিত, মাতামুহুরী নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২লক্ষ ১৫ হাজার টাকা অনুদান, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কর্তৃক ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, দারিদ্র বিমোচনে সুদ মুক্ত ঋণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতা, দুর্যোগ ব্যবস্থাপনা শাখা হতে ১ম পর্যায়ে ৫৬ জনকে ঢেউটিন ও নগদ টাকা প্রদান ও ২য় পর্যায়ে ৪৮ জনকে ঢেউটিন, ৩ জন সাংবাদিককে ল্যাপটপ এবং কর্মজীবি নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.আলী আককাস, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল বরণ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী হোসেন, বান্দরবানের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) জাহেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, টিং টিং মার্মা, মোস্তফা জামাল, ফাতেমা পারুল, লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, লামা সার্কেলের পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিন, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা সহ প্রমূখ।প্রধান অতিথি বলেন, উন্নয়নের মহাসড়কে এখন দেশ। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বাসস্থান, অবকাঠামো সহ জন-নিরাপত্তা প্রদানে বর্তমান সরকার শতভাগ সফল। মধ্য আয়ের দেশে নাম লেখানো শুধু সময়ের ব্যাপার। উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে তিনি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কয়েক সহ¯্রাধিক মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চান। বিশাল আয়োজনের জন্য লামা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!