আমাদের ঘুরে দাঁড়াতে হবেঃ লামায় ত্রান বিতরন অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৫ আগস্ট, ২০২৩ ৫:০৪ : পূর্বাহ্ণ 270 Views

বান্দরবানের লামা উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।সোমবার (১৪ই আগস্ট) একদিনের সরকারী সফরে গিয়ে পার্বত্যমন্ত্রী লামা উপজেলায় বন্যা দুর্গতদের খোজ খবর নেন।পরে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে খাদ্য শস্য ও নগদ অর্থ বিতরণ করেন।

এদিন ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,বান্দরবান জেলার লামা,থানচি, আলীকদমসহ ৭টি উপজেলাতেই এবার বন্যা ও পাহাড় ধ্বসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।দুর্যোগ শুরুর পর থেকেই আমরা পরিকল্পনা গ্রহন করেছি যাতে সাধারণ জনগণকে দ্রুত সময়ে কিভাবে সহায়তা করা যায়।বৃষ্টি বন্ধ হওয়ার পরপরই বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দিতে কাজ করেছি।

আমাদের ঘুরে দাঁড়াতে হবে উল্লেখ করে মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন,হাতে হাত ধরে এই বিপদে একে অন্যের বন্ধু হয়ে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখতে হবে।তাহলে আমি যেমন ভালো থাকবো,একইভাবে আপনিও ভালো থাকবেন সর্বোপরি বান্দরবানবাসী ভালো থাকবে।

পরে লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ ২হাজার ৮শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও ২শ পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে ১০ লক্ষ টাকা বিতরণ করেন পার্বত্যমন্ত্রী।

এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম,জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল,উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তফা জাবেদ কায়সার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!