অনুদানের চেক এবং দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি চেক বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ জুন, ২০২৩ ২:৪৬ : অপরাহ্ণ 286 Views

বান্দরবানে প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যু বরণকারী ও স্থায়ীভাবে অক্ষম সরকারি কর্মকর্তা/কর্মচারী সদস্যদের আর্থিক অনুদানের চেক এবং ২২-২৩ অর্থ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও অসহায় এবং দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শনিবার (২৪শে জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।এসময় চাকরীরত অবস্থায় ১০ জন মৃত্যু বরনকারী সরকারী কর্মকর্তা/কর্মচারীদের ৮০ হাজার টাকা করে ৮০ লক্ষ টাকা এবং স্থায়ীভাবে অক্ষম ৫ জন সরকারি কর্মকর্তা/কর্মচারী সদস্যদের ২০ লক্ষ টাকার চেক বিতরন করা হয়।পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও অসহায় এবং দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ চেক বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম,পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু মারমা,নেজারত ডেপুটি কালেক্টর শেখ আব্দুল্লাহ আল মামুন,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো.ছাইফুল্লাহ্ মজুমদার,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!