সড়ক দুর্ঘটনায় আহত-১ঃ ট্রাক চালক পলাতক


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২২ জুন, ২০২২ ১১:৩৭ : অপরাহ্ণ 146 Views

আনুমানিক রাত দশটার দিকে বান্দরবানের সড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত কসাইপাড়ায় বালি বোঝাই একটি ট্রাক (চট্টমেট্রো: শ ১১-৩৬৪১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।ট্রাকটি কেরানিহাট থেকে বান্দরবানে বালি বুঝাই করে আসছিলো পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় পতিত হয়।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা ট্রাক চালক মো.রোমান (৩০) পলাতক অবস্থায় রয়েছে।দুর্ঘটনা কবলিত ট্রাকে থাকা শিশু মো.হাবিব (১৩) কে সামান্য আহত অবস্থায় উদ্বার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে উদ্বারকর্মীরা।

এই শিশু হাবিব সম্পর্কে পলাতক ট্রাক চালক মো.রোমান এর বোনের ছেলে বলে জানা গেছে।তাঁর বাড়ী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাস্থ গুনাগরি বলে জানা যায়।আহত শিশুটি বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2023
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!