সুয়ালকের ৬টি স্পটে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় টিসিবি পণ্য বিক্রি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২০ মার্চ, ২০২২ ৬:২৯ : অপরাহ্ণ 467 Views

আসন্ন রমজান উপলক্ষে জনগণের কথা চিন্তা করে সরকার যে উদ্যোগটি নিয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।রবিবার (২০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ১ কোটি পরিবারের হাতে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলাকালীন সময় উপস্থিত হয়ে তিনি এমনটাই জানান।তিনি আরও জানান,সকাল থেকে সুয়ালক ইউনিয়নের ৬ টি স্থানে ট্রাকের করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।প্রথম ধাপে তিনটি পণ্য বিক্রি করা হচ্ছে।বিক্রি শুরুর আগে প্রত্যেক এলাকায় মাইকিং করে জনসাধারণ কে জানানো হয়েছে।পাশাপাশি ফ্যামিলি কার্ডের বিপরীতে জনসাধারণ টিসিবির পণ্য ক্রয় করছে।তালিকা অনুযায়ী বান্দরবান সদর উপজেলায় মোট ৯হাজার ৭শ ৪১ জন উপকারভোগী টিসিবির এই পণ্য কিনতে পারবে।জেলা প্রশাসনের দিক-নির্দেশনায় প্রকৃত কার্ডধারীরা যাতে এই পণ্য কিনতে তা নিশ্চিত করাই সদর উপজেলা প্রশাসনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য।আমরা সেভাবেই কাজ করছি।প্রথম দিনের এই কার্যক্রম চলাকালীন সময়ে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান,উপজেলা ভাইস চেয়ারম্যান য়ইসা মার্মা,ট্যাগ অফিসার সহকারী প্রকৌশলী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মো.মনজেল হোসেন,সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ ক্য নু মার্মাসহ স্থানীয় ইউপি সদস্য এবং বিপনন কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।কার্ডধারী ক্রেতা লালডত বম জানান তেল,ডাল ও চিনি কম দাম পেয়ে আমরা খুশী।বাজারে যে হারে পণ্যের দাম বেড়েছে সেদিক থেকে চিন্তা করলে তিনটি পণ্য কম দামেই পেলাম।উল্লেখ্য,২০ মার্চ রবিবার সরকার ঘোষিত প্রথম দিন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফার উপস্থিতিতে ৪৩২ টি ফ্যামিলি কার্ডের বিপরীতে ফারুক পাড়া,গেসমনি পাড়া,ক্রামাদি পাড়া,ম্রলং পাড়া,ওয়াই জংশনসহ ৬ টি স্থান থেকে কার্ডধারীরা ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কাছ থেকে পণ্য ক্রয় করে।উল্লেখ্য,১ম পর্যায়ের পণ্য তালিকায় রয়েছে ২ কেজি ডাল,২ লিটার তেল,২ কেজি চিনি।প্রতি কেজি চিনি ৫৫ টাকা,মসুর ডাল ৬৫ টাকা,সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা নির্ধারণ করে বাজারজাত করা করা হবে।ন্যায্য মূল্যে টিসিবির ২য় ধাপে পণ্য বিক্রি শুরু হবে ২৭ মার্চ।২য় পর্যায়ে ৫শ ১৩.৯২ মেট্রিকটন বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি করা হবে।এতে প্রথম ধাপের তিনটি পণ্যের সাথে নতুন করে প্রতি কেজি ৫০ টাকা দরে ছোলা যুক্ত হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!