এই মাত্র পাওয়া :

সুয়ালকের কাইচতলীতে রশীদা শরিফ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ


প্রকাশের সময় :২৭ মে, ২০১৮ ১১:৩৯ : পূর্বাহ্ণ 845 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ঐতিহ্যবাহী বান্দরবানের কাইচতলী’র স্বানামধন্য আর্ত-মানবতা ও সামাজিক কল্যাণমুলক প্রতিষ্ঠান “রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট” এর সার্বিক ব্যাবস্থাপনায় গতকাল শনিবার ২৬ মে ২০১৮ সকাল ০৮:৩০ মিনিটের সময় ট্রাষ্ট্র অফিস কক্ষে কাইচতলী এলাকার ২১০টি গরীব,অসহায় ও মেহনতি খেটে খাওয়া মজদুর রোজাদার পরিবারকে “ইফতার” সামগ্রী বিতরণ সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করা হয়েছে।ট্রাস্টের চেয়ারম্যান এম.এ. খায়ের নিজামীর পরামর্শ এবং অনুমতিক্রমে,অত্র ট্রাস্টের পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার এর তত্ত্বাবধানে ও অত্র ট্রাস্টের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ইমরানুল হক এর পরিচালনায় অত্র ইফতার বিতরণ অনুষ্ঠান’২০১৮ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।এই মহতি অনুষ্ঠান এবং বরকতময় মহত কাজে যারা নিজেদের সময় বিনষ্ট করে শত পরিশ্রম ও কষ্টকে উপেক্ষা করে মহত কার্যক্রমটি সম্পন্ন করেছেন,অত্র ট্রাস্টের চেয়ারম্যান তাদের সকলের সুন্দর ভবিষ্যত ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং আগামীতেও ট্রাষ্ট কর্তৃক আয়োজিত সকল মানবতার সফলকামী অনুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়েন।যাদের অক্লান্ত পরিশ্রম ও উপস্থিতিতে “রশিদা শরীফ কল্যান ট্রাষ্ট” এর সার্বিক ব্যাবস্থাপনায় উক্ত “ইফতার” সামগ্রী বিতরণ-২০১৮ সুন্দর ও স্বার্থকভাবে সম্পন্ন করা হয় তারা হলেন ট্রাষ্ট পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ,বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ এয়াকুব চৌধুরী,ট্রাষ্ট পরিচালনা পরিষদের উপদেষ্টা,বিশিষ্ট রাজনীতিবিদ, কেরানীহাট প্রগতিশীল ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নুরুন্নবী,ট্রাষ্ট পরিচালনা পরিষদের উপদেষ্টা মাওলানা গাজী ইউসুফ মুনিরী,
ট্রাষ্ট পরিচালনা পরিষদের উপদেষ্টা,দ:কাইচতলী তুলাতুলিপাডা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল সমদ, সাবেক ইউপি সদস্য নুরুল আবছার,কাইচতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল হক,দ:কাইচতলী তুলাতুলিপাডা জামে মসজিদের পেশ ঈমাম ও খতীব মোহাম্মদ ইমরানুল হক,০২ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ খোরশেদুল আলম,দ:কাইচতলী তুলাতুলিপাডা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল,দ:কাইচতলী তুলাতুলিপাডা সমাজের সম্মানিত সরদার কাদের হোসেন,কাইচতলী পাড়া সমাজের সর্দার আব্দুল সালাম, কাইচতলী পাড়া সমাজের সাবেক সর্দার নুর মোহাম্মদ প্রমুখ।এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং ট্রাষ্ট পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!