

বান্দরবান অফিসঃ-রোটারী ক্লাব অব বান্দরবান ও রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর যৌথ আয়োজনে বান্দরবানের হত দরিদ্র,দুঃস্থ ও অসহায় গরীব জনগের মাঝে শীত বস্ত্র বিতরণ বিতরণ করা হয়।গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় একটি আবাসিক হোটেলের হল রুমে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লাহ লালমাই এর সভাপতি রোটারীয়ান আব্দুল মালেক ভূইয়া,রোটারী ক্লাব অব বান্দরবানের সভাপতি বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান আনিসুর রহমান সুজন,রোটারী ক্লাব অব বান্দরবানের সেক্রেটারী বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান মোঃ মহিউদ্দীন,গোমতি জোনের জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি মোঃসফিকুল ইসলাম শামীম,এসিসট্যান্ট গর্ভনর পিপি আবুল হোসেন ছোট, রোটারী ক্লাব অব বান্দরবানের অন্যতম দায়িত্বশীল বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান তরুণ কান্তি দাশ,রোটারী ক্লাব অব বান্দরবানের অন্যতম দায়িত্বশীল বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান ফারুক আহাম্মদ চৌধুরী,গোমতি জোনের সহ-পিপি আলহাজ্ব ওমর ফারুক,পিপি আলমগীর খান প্রমুখ। বক্তব্যে রোটারী ক্লাব অব বান্দরবানের সভাপতি রোটারিয়ান আনিসুর রহমান সুজন বলেন, মানুষ মানুষের জন্য,মানুষের সেবাই সকলে এগিয়ে আসতে হবে,তাহলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও কমে আসবে।বক্তব্য দিতে গিয়ে রোটারী ক্লাব অব বান্দরবানের সেক্রেটারী রোটারিয়ান মোঃমহিউদ্দীন বলেন,রোটারী ক্লাব অব বান্দরবান ইতিপূর্বে আরো বহু সামাজিক ও উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে,আগামীতে এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে।আসুন আমরা প্রত্যেকেই যার যার সামর্থ অনুযায়ী প্রতিবেশীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই।তাহলে আমাদের সমাজ দারিদ্রমুক্ত হবেই ইন্শা আল্লাহ।রোটারী ক্লাব অব কুমিল্লাহ লালমাই এর সভাপতি রোটারীয়ান আব্দুল মালেক ভূইয়া বক্তব্যে বলেন রোটারী ক্লাব মানবতার সেবাই সবসময় নিবেদিত প্রাণ,আমরা সকলে যার যার অবস্থান থেকে গরীব অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ালে এদেশের অসহায় মানুষ গুলো একটু ভাল ভাবে জীবন যাপন করতে পারবে,আমরা সকলে ভাল ভাল কাজ করার প্রতিযোগিতা করি,সকলের সাহায্যের হাত বাড়াই।