

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের কাইচতলী তুলাতুলি এলাকায় রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় এলাকার হত দরিদ্র,দুঃস্থ ও অসহায় গরীব জনগের মাঝে কম্বল বিতরণ বিতরণ করা হয়। শুক্রবার দক্ষিণ কাইচতলী তুলাতুলি পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক, দাতা ও রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান এম,এ,খায়ের নিজামী’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আইন,সুংযুক্ত আরব আমিরাত এর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-দাতা মোহাম্মদ সোহাগ।কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃসাইফুল,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নুরুল্লাহ,কাইচতলী দারুল উলুুম ইসলামী মাদ্রাসা ও এমিত খানা’র সভাপতি মোঃ নুরুন্নবী,কাইচতলী ২নং ওয়ার্ড সদস্য ও নির্বাচিত ১নং প্যানেল চেয়ারম্যান মোঃজসিম উদ্দিন (মেম্বার),সাবেক মেম্বার মোঃনুরুল আবছার,সাংবাদিক ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী,সাংবাদিক ব্যাক্তিত্ব মোঃমনজরুল আলম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুলাতলী বাজার পরিচালনা কমিটির সদস্য মোঃআলমগীর,মোঃআহাম্মদ উল্লাহসহ বিভিন্ন এলাকার ও পাড়ার হত দরিদ্র,দুঃস্থ ও অসহায় নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।এলাকার মোট ২০০ পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বক্তব্যে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ সোহাগ বলেন,মানুষ মানুষের জন্য,মানুষের সেবাই সকলে এগিয়ে আসতে হবে,তাহলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও কমে আসবে। বক্তব্য দিতে গিয়ে রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান এম,এ,খায়ের নিজামী বলেন,রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট হল (আর্ত-মানবতা ও সামাজিক কল্যাণে নিবেদিত অন্য একটি প্রতিষ্ঠান) এই ট্রাষ্ট ইতি পূর্বে আরো বহু সামাজিক ও উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে,আগামীতে এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে।আসুন আমরা প্রত্যেকেই যার যার সামর্থ অনুযায়ী প্রতিবেশীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই।তাহলে আমাদের সমাজ দারিদ্রমুক্ত হবেই ইন্শা আল্লাহ।পরিশেষে সকলে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি কম্বল বিতরণ অনুষ্টানের সমাপ্তি করেন।