ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জসিম উদ্দীনের বরণ অনুষ্ঠান


প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০১৮ ৪:০৩ : অপরাহ্ণ 575 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মার্মা বিশেষ জরুরী কাজে ও ধর্মীয় কাজে দেশের বাইরে গমন উপলক্ষে সুয়ালক ইউনিয়ন পরিষদ ও সুয়ালক সুপার স্টার ক্লাব কর্তৃক সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মার্মা কে বিদায় সংর্বধনা প্রদান ও ৪নং সুয়ালক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃজসিম উদ্দীন এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গত শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন হয়।স্বংর্বধনা অনুষ্ঠানে সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মার্মা এর হাতে ফুলের তুরা প্রদানের মাধ্যমে স্বংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে ৪নং সুয়ালক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন এর হাতে ফুলের তুরা দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমংহ্লা র্মামা,সুয়ালক ১নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুস ছবুর মেম্বার,সুয়ালক কদুখোলা ৩নং ওয়ার্ড সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্বাস মেম্বার,সুয়ালক গয়াল মারা ৮নং ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দীন মেম্বার,সুয়ালক ভাগ্যকুল ৯নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মালেক মেম্বার,সুয়ালক আমতলী র্মামা পাড়া ৫নং ওয়ার্ড সদস্য শৈক্য হ্লা র্মামা (সুমন),সুয়ালক ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা রিনা আক্তার, সুয়ালক ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা আয়শা বেগম, সুয়ালক ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত সদস্যা মাসাথূই মারমা,তুলাতলী বাজার কমিটি ও তুলাতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃআমিনুল হক,সুয়ালক সুপার স্টার ক্লাব সাধারণ সম্পাদক মোঃমেহেদী হাসান,নির্বাহী সদস্য রিয়াজ উদ্দীন রাজিব,মোঃ আরিফ,মোঃদেলোয়ার হোসেন রাসেল,রায়হান উদ্দীন,মোঃ আব্দুল খালেক, পিআরডিবি-৩ এর কাইচতলী গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি মোঃনজির হোসেন,মোঃজিয়াউল হক,তুলাতলী বাজার পরিচালনা কমিটির সদস্য মোঃ আহাম্মদ উল্লাহ প্রমুখ।বিদায়ী অনুষ্ঠানে উক্যনু চেয়ারম্যান বলেন,মানুষ তার কর্মে বেচে থাকে, আমরা সকলকে ভাল কাজের জন্য প্রতিযোগিতা করবো,আপনার কেহ আমার কাজে কথায় মনে কষ্ট পেয়ে থাকলে আশা করি সবাই ক্ষমা করে দিবেন, সকলে আমার জন্য দোয়া ও আর্শিবাদ করবেন, আমি যেন সুস্থ ও সুন্দর ভাবে আমার ধর্মীয় কাজ গুলো সমাপ্ত করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।৪নং সুয়ালক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন বলেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এটি আমার নতুন অভিজ্ঞতা, অল্প সময়ের জন্য ৪নং সুয়ালক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকার বিভাগ আমাকে যে গুরু দায়িত্ব দিলেন,সে দায়িত্ব যেন আমি নিষ্ঠার সাথে পালন করতে পারি তার জন্য আমি আমার সুয়ালক ইউনিয়নের সকল ওয়ার্ড এর পুরুষ ও মহিলা সদস্য (মেম্বার) গণদের,আইন-শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত বাহিনীর ও এলাকার সকল স্থরের জনগণের নিকট সার্বিক সহযোগিতা কামনা করি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!