

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় বান্দরবান জেলায় ব্র্যাক এর মাধ্যমে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি আওতায় গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভা কক্ষে কীটনাশকযুুক্ত দীর্ঘস্থায়ী মশারি (LLIN) বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।বান্দরবান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ ভানু মারমা এর সভাপতিত্বে কীটনাশকযুুক্ত দীর্ঘস্থায়ী মশারি (LLIN) বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডাঃঅংসুই প্রু মারমা।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি নাজমা বিনতে আমিন,উপজেলা মেডিক্যাল অফিসার ডাঃ ক্যাথ্যই মারমা(প্রিন্স),ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি বান্দরবান জেলা ব্যবস্থাপক মোঃজয়নাল আবেদীন।এবারে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের বিভিন্ন উপজেলায় প্রায় ১লক্ষ ৪৮ হাজার ৭৮৮টি কীটনাশকযুুক্ত দীর্ঘস্থায়ী মশারি বিতরণ করা হবে।